শ্রীলঙ্কায় বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ১৫৬

ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি চার্চ ও তিনটি হোটেলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আজ রোববার সকালে ইস্টার সানডের আয়োজনকে ঘিরে রাজধানী কলম্বো ও তার পাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলে এই বিস্ফোরণ ঘটে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

বিবিসিসহ অন্যান্য সংবাদমাধ্যম থেকে পাওয়া  তথ্য অনুযায়ী শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্‌যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৫৬ হয়েছে। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশি। আহতের  সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

আক্রান্ত তিনটি গির্জা হচ্ছে কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। এ ছাড়া হোটেল তিনটি হলো কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গির্জাটির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গির্জার বেঞ্চে রক্ত লেগে রয়েছে। মেঝেতে লাশ ছড়িয়ে রয়েছে।

 

 

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ ভাংতে পেরে স্রষ্টার কাছে কৃতজ্ঞ বিজেপি প্রার্থী!
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ