শায়খ জুলফিকার আহমদ নকশবন্দীকে বাংলাদেশ-সফরে আনার সিদ্ধান্ত

ড. আ ফ ম খালিদ হোসেন ।। মালয়েশিয়া থেকে

আজ সোমবার (২৯ এপ্রিল) মালয়েশিয়ার হলুলাংগাত মিফতাহুল উলুম মাদরাসা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশী প্রতিনিধিদের সম্মেলনে সময় সুযোগ নিয়ে বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ হযরত শায়খ সুফি জুলফিকার আহমদ নকশবন্দী সাহেবকে বাংলাদেশে সফরে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত নেন মালয়েশিয়ায় শায়খ নকশবন্দীর ইসলাহী মুলতাকায় যোগ দেওয়া বাংলাদেশি ওলামায়ে কেরাম।

ঢাকা ফরিদাবাদ মাদরাসার মুফতি মাওলানা ইমাদুদ্দীনকে এ উদ্যোগের আহ্বায়ক করা হয়।
এ ছাড়াও প্রতিমাসে নির্ধারিত সময়ে ঢাকা ও চট্টগ্রামে সালেকিনদের ইজতেমা আয়োজনেরও সিদ্ধান্ত হয় ওই প্রতিনিধি সম্মেলনে।

নোয়াখালীর মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি শামসুদ্দীন জিয়া, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা উবায়দুর রহমান নদভী, ঢালকানগরের মুফতি জাফর আহমদ, মুফতি মাসউদুল করিম, ড. মাওলানা মাহমুদুল হাসান আযহারী, মাওলানা মুহাম্মাদ ও মুফতি ইমাদুদ্দীন।

সম্মেলন সঞ্চালনা করেন অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

পূর্ববর্তি সংবাদঅন্ধ ট্রাম্পকে পথ দেখাচ্ছে পোষা কুকুর নেতানিয়াহু!
পরবর্তি সংবাদদর্শকের সামনেই র‍্যাম্পে হাঁটার সময় মডেলের মৃত্যু!