ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উইদোদো পুনর্নির্বাচিত হওয়ার পর রাজধানী জাকার্তায় সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। খবর-রয়টার্স।
মঙ্গলবার ইন্দোনেশিয়ার জেনারেল ইলেকশন কমিশন (কেপিইউ) প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে রাতে সহিংসতা ছড়িয়ে পড়ে।
উইদোদোর প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবাইন্তো ফল ঘোষণার পর সংবাদ সম্মেলন করে ব্যাপক প্রতারণার অভিযোগ তোলেন। সুবাইন্তোর সমর্থকরা মঙ্গলবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু করলেও সন্ধ্যার দিকে তা সহিংস রূপ নেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে।
সহিংসতার কারণে জাকার্তার বেশ কিছু ভবন, অ্যাম্বাসি, ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিও বলেছেন, বিশৃঙ্খলায় উসকানি দেওয়ায় আমরা ২০ জনকে গ্রেফতার করেছি।
জাকার্তাজুড়ে ৪০ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে বলে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট।
