ইসলাম টাইমস ডেস্ক: জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় বাহিনীর সঙ্গে কাশ্মীরের স্বাধীনতাকামীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অন্তত ৪ জন শহীদ হন।
ভারতীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির সেনা, পুলিশ ও সিআরপিএফ মিলে অভিযান চালায়।
নিহতদের সবাই জইশ-ই-মুহাম্মদের সদস্য বলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
