নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগুন

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী রেলস্টেশন রোড এলাকার পূর্ব পাশে মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে আগুনের ঘটনা ঘটে। ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আদনান আহমাদ।

তিনি জানান, চৌমুহনীর রেল স্টেশনের পাশের ফুটপাতের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে আগুনের তীব্রতা কয়েকগুণ বেড়ে গিয়ে রুহী প্লাজায় লেগে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

পূর্ববর্তি সংবাদঢাকায় ৫ হাজার বিদেশি অপরাধীর বসবাস !
পরবর্তি সংবাদছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ: ওবায়দুল কাদের