ইসলাম টাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার বেলা তিনটায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী অসুস্থ হয়ে কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার বাজেট পেশ করার জন্য হাসপাতাল থেকে সরাসরি জাতীয় সংসদে যান তিনি। বাজেট উপস্থাপনের সময় তিনি অসুস্থ বোধ করলে অর্থমন্ত্রীর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করেন।
