ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এহামলায় আটজন নিহত হয়েছেন এবং ১২ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) স্থানীয় সময় বিকাল ৪ টা ৩০ মিনিটে এই বোমা হামলা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে নানগারহার প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি। ‘সিনহুয়া’
এক সংবাদ বিবৃতিতে আতাউল্লাহ খোগিয়ানি বলেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আট জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য, চার জন সাধারণ নাগরিক এবং এক শিশু রয়েছে।
তিনি আরও বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল পুলিশ ভ্যানে হামলা করা। আহত ১২ জনের মধ্যে ছয়জন সাধারণ নাগরিক, তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তিন শিশু রয়েছে।
