বন্যায় তাবলিগের ১০ জন সাথীসহ আজাদ কাশ্মীরে নিহত ২২

ইসলাম টাইমস ডেস্ক: আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে স্থানীয় একটি মসজিদে অবস্থানরত ১০ জন তাবলিগের সাথী, দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ জন স্থানীয় বাসিন্দা রয়েছে।

গতকাল সোমবার (১৫ জুলাই) এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ঝড় ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২২ জন নিহত হয়েছে এবং আরও অনেক আহত ও নিখোঁজ রয়েছে।

দেশটির মুজাফফরনগর তাবলিগ মারকাজ থেকে তলিয়ে যাওয়া দু’টি মসজিদের একটিতে ১০ জন তাবলিগের সাথীদের অবস্থানের কথা জানানো হয়। ওই ১০ জনের মধ্যে পাঁচজন ফয়সালাবাদের একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সায়েদ উর রহমান জানান, আকস্মিক বন্যার ফলে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকে। দুর্যোগের কবলে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র:  আল আরাবিয়া

 

পূর্ববর্তি সংবাদডিআইজি মিজান ও দুদকের বাছিরের বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদভারতের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান