কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইলেন এসকে সিনহা

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়ায় বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও তার স্ত্রী কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। দেশটির টরেন্টো থেকে প্রকাশিত ইতালিয়ান ভাষার পত্রিকা কোরিয়েরে কানাডিজ এ সংবাদ দিয়েছে।

গত ৪ জুলাই ফোর্ট এরি সীমান্ত হয়ে সিনহা কানাডায় প্রবেশ করেন এবং সেখানে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেন বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এর আগে গতবছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন এস কে সিনহা। নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে কেনা একটি বাড়িতে তিনি থাকছিলেন।

কানাডায় করা রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশে এই সাবেক প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনের প্রসঙ্গ টেনেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সিনহা সেখানে দাবি করেছেন, ২০১৭ সালের ২ জুলাই এক বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মামলায় ‘সরকারের পক্ষে’ রায় দিতে বলা হয়েছিল তাকে। কিন্তু তাতে রাজি না হওয়ায় তাকে দেশ ছাড়তে হয়েছে।

পূর্ববর্তি সংবাদআলেমদের পিটিয়ে মারা তাবলিগ জামাতের কাজ না: আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা