বিস্ফোরণ আর অনিয়মের মধ্য দিয়ে শেষ হয়েছে আফগান  প্রেসিডেন্ট নির্বাচন

ইসলাম টাইমস ডেস্ক: দেশব্যাপী একের পর এক বিস্ফোরণ আর অনিয়মের মধ্য দিয়ে শেষ হয়েছে আফগানিস্তানের  প্রেসিডেন্ট নির্বাচন।  ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার সময়  এসব বিস্ফোরণ ঘটে। যদিও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রাস্তায় বহু সৈন্য মোতায়েন ছিল। এ দিকে ভোট কেন্দ্রগুলোতে অনিয়মের অভিযোগও পাওয়া গেছে।

এর আগে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন হামলায় অনেকে প্রাণ হারিয়েছে। রক্তক্ষয়ী ও অনিয়মের অভিযোগে জর্জরিত এ নির্বাচনে এখনও পর্যন্ত প্রেসিডেন্ট আশরাফ গনিই এগিয়ে আছেন বলে জানা গেছে।

হাসপাতালের এক পরিচালক বলেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভোট গ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পর একটি ভোট কেন্দ্রে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশের আরো অনেক ভোট কেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানান।

অনেক ভোটার তাদের আশা হারিয়ে ফেলেছেন কারণ যুদ্ধ অবসানের দীর্ঘ ১৮ বছর সময় পার হলেও এখন পর্যন্ত কোন নেতা দেশটির বিভিন্ন দলের মধ্যে সংঘাত নিরসনে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেনি।

 

পূর্ববর্তি সংবাদআমিরাতে দুটি আম চুরির দায়ে ভারতীয় নাগরিকের সাজা
পরবর্তি সংবাদনাজরানে হুতিদের হামলা, কয়েক হাজার সৌদি সৈন্য আটক