সম্রাট গ্রেফতার কিনা দ্রুত জানতে পারবেন: স্বরাষ্টমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ইসলাম টাইমস ডেস্ক: যুবলীগের শীর্ষ এক নেতার গ্রেফতারের ঘটনা সত্য কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাম উল্লেখ না করে সবাইকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও জানিয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে কে কোন দল করে, কে কোন ব্যক্তি আমরা সেটি দেখছি না। অপরাধী যেই হোক গ্রেফতার করা হচ্ছে। তবে সম্রাট গ্রেফতার কিনা তা আপনারা দ্রুত জানতে পারবেন।

মন্ত্রী বলেন, যেই অপরাধ করুক তাকেই আইনের মুখোমুখি হতে হবে। আমরা তথ্য ভিত্তিক অভিযান চালাচ্ছি। আপনারাও দেখছেন যারা অপরাধ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কোনো শুদ্ধি অভিযান না; সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করছি।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ‘রক্তগঙ্গা’র সতর্কতা ইমরানের, নীরব ভূমিকায় মোদি
পরবর্তি সংবাদভারতের উত্তর প্রদেশে বন্যা-ভূমিধসে ৪৭ জনের মৃত্যু