পুলিশের নির্বিচারে গুলি-হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ভোলায় হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ’র আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও চারজন নবিপ্রেমিকের শাহাদাতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিউইয়র্কের ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল।

গতকাল রবিবার (২০ অক্টোবর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় সংগঠনের প্রেসিডেন্ট ইমাম মাওলানা রফিক আহমদ রেফাহির সভাপতিত্বে আয়োজিত উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ইউআইইউসি’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইমাম হাফিজ আবু সুফিয়ান, এন্টি টেরোরিজম এওয়্যারনেস ইউনিট, নিউইয়র্ক এর পরিচালক ইমাম কাজী কাইয়্যূম, ইউআইইউসির উপদেষ্টা পরিষদ সদস্য হাফিজ আতাউর রহমান, মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহ, এসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা হামিদুর রহমান আশরাফ, পাবলিসিটি সেক্রেটারি মাওলানা রশীদ আহমদ, এসিস্ট্যান্ট ওয়েলফেয়ার সেক্রেটারী মাওলানা আনাস জামাল উদ্দিন, মাওলানা মঞ্জুরুল করীম, মাওলানা আবুল খায়ের, ক্বারী মাওলানা ইয়াসীন নাকিব প্রমুখ।

সমাবেশ শেষে হতাহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তি সংবাদভোলায় চার নবিপ্রেমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদকাফন-দাফন