সাংবিধানিক অধিকার বলে এখন থেকে অনুমতি ছাড়াই সমাবেশ করব : ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক অধিকার বলে পরের বার থেকে অনুমতি ছাড়াই সমাবেশ করব। এখন থেকে আর সমাবেশের অনুমিত নেব না, আমাদের সমাবেশ আমরা যখন প্রয়োজন হবে করব। আমরা রাজপথে নামব, এটা আমাদের অধিকার। আমাদের  যে, আমি প্রতিবাদ করতে পারব।

আজ রবিবার বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে  নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে উৎখাত করতে হবে। আজকে কোনো বিভক্তি না হয়ে আমাদের আন্দোলনে নেমে পড়তে হবে। এখন অন্য কোনো স্লোগান না দিয়ে সবাই স্লোগান দেবেন, ‘এই সরকার নিপাত যাক’।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসীরাত ও সুন্নাহ : সঠিক অন্বেষণ, সঠিক অনুসরণ
পরবর্তি সংবাদ২৬ নভেম্বর ইসলামাবাদে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মাওলানা ফজলুর রহমান