আগামীকাল হালকা বৃষ্টি হলেও বাড়তে পারে তাপমাত্রা

ইসলাম টাইমস ডেস্ক: আবহাওয়া দপ্তর সুত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবারের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এর কারণ হিসেবে বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প উপকূলের দিকে আসছে। উপকূলে আসার পর পুবালি বাতাসের সঙ্গে পশ্চিমা বাতাসের মিশ্রণে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

জানা গেছে, কাল থেকে বৃষ্টি হলে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের বেলা তাপমাত্রা বাড়তে পারে। তবে শীত অনুভূত হবে। বৃষ্টির আগে আকাশে মেঘ থাকলে কুয়াশা পড়তে পারে। নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি থাকতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, কুষ্টিয়া, টাঙ্গাইল, রংপুর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্ববর্তি সংবাদ৩ সপ্তাহ পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
পরবর্তি সংবাদরোমে প্রদর্শিত হচ্ছে আরবি বর্ণমালার ক্যালিগ্রাফি, উদ্যোগ তুরস্কের