নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ইসলাম টাইমস ডেস্ক: নাটোর-বগুড়া মহাসড়কে দিঘাপতিয়ার কাশিয়াবাড়ি ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজার নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাসড়কের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিখন বাসের সুপার ভাইজার ও নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, সকাল ১০টার দিকে কাশিয়াবাড়ি এলাকায় বগুড়া থেকে রাজশাহীগামী নান্নু পরিবহন নামে যাত্রীবাহী বাসের সাথে রংপুরগামী বিপরীতমুখী যাত্রীবাহী বাস নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে ১ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আসাদুল ইসলাম।

এ দিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শনে যান নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তি সংবাদবছরের প্রথম দিনেই রক্তাক্ত কাশ্মীর, স্বাধীনতাকামীদের গুলিতে ২ ভারতীয় সেনা নিহত
পরবর্তি সংবাদ২০৩০ সালের মধ্যে শেষ হবে ছয়টি মেট্রোরেলের কাজ: সেতুমন্ত্রী