জানাযায় অংশ নিতে শোলাকিয়ায় জনস্রোত, আবহাওয়ার কারণে আসছেন না আল্লামা আহমদ শফি

ইসলাম টাইমস ডেস্ক: প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম আল্লামা আনোয়ার শাহ সাহেবের জানাযার নামাযের ইমামতি দেশের বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা শাহ আহমদ শফি সাহেবের করার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে বয়োবৃদ্ধ এ আলেম জানাযায় অংশ নিতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে জানাযার ইমামতি কে করবেন তা এখনও জানা যায়নি।

তবে দেশের অন্য শীর্ষস্থানীয় অনেক আলেম ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে গেছেন। সারাদেশ থেকে আগত মুসুল্লি ও আলেম-উলামার উপস্থিতিতে শোলাকিয়া ময়দান জনস্রোতে পরিণত হয়েছে।

জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির পরিচালকল আল্লামা মাহমুদুল হাসান, বারিধারা জামিয়া প্রিন্সিপাল আল্লামা নূর হুসাইন কাসেমীসহ বিশিষ্ট অনেক আলেম জানাযায় আগত মুসুল্লিদের উদ্দেশে বয়ান করেছেন। এছাড়া আরও অনেক শীর্ষস্থানীয় আলেম জানাযায় অংশ নিতে পথে আছেন বলে জানা গেছে।

জানাযায় অংশ নেওয়া ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ জানিয়েছেন, শোলাকিয়ার বিশাল মাঠ ইতোমধ্যে কানায় কানায় ভরে গেছে। এখনও প্রচুর মানুষের আগমন অব্যাহত রয়েছে। মাঠের আশেপাশে রাস্তায়ও জড়ো হচ্ছেন আগত মুসুল্লিরা।

জানাযা শেষে শোলাকিয়া মাঠের পাশে পারিবারিক কবরস্থানে হযরতকে দাফন করা হবে বলে সূত্র নিশ্চিত করেছে।

গতকাল বুধবার ২৯ জানুয়ারি বিকাল সোয়া পাঁচটার দিকে চিকৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন আল্লামা আযহার আলী আনোয়াে শাহ। তিনি ছিলেন একাধারে বেফাকুল মাদারিসের সিনিয়র সহ সভাপতি, হাইআতুল উলয়ার সম্মানিত সদস্য, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহা পরিচালক এবং ঐতিহ্যবাহী শহিদী মসজিদের খতিব।

পূর্ববর্তি সংবাদপ্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার কিশোরী
পরবর্তি সংবাদসাবেক ইউপি সদ্যস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত