সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেদ্দার হাই আল সামির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দীনের ছেলে শাকিল মিয়া, নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফরহাত আলীর ছেলে আল-আমিন।

জানা গেছে, জেদ্দা সিটি করপোরেশনের ময়লা পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হলে গাড়ির সামনে থাকা বাংলাদেশি চালক এবং অপর দুই পরিচ্ছন্নতাকর্মী ঘটনাস্থলেই নিহত হন। তারা সবাই জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা যায়।

নিহত আল-আমিনের চাচাত ভাই শাহজাহান জানান, আল-আমিন গাড়ির চালক ছিলেন। অপর দুইজন গাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

তিনি আরো জানান, তিন বছর আগে তার চাচাত ভাই আল-আমিন সৌদি আরব পাড়ি জমান ভাগ্য পরিবর্তনের আশায়। আগামী ১০ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তা আর হলো না।

পূর্ববর্তি সংবাদসাবেক ইউপি সদ্যস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
পরবর্তি সংবাদছেলের ইমামতিতে শাহ সাহেবের জানাযা সম্পন্ন, লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়