পলিথিন, প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে রাষ্ট্রপতির আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক: পলিথিন, প্লাস্টিক সামগ্রী এবং ফাস্টফুড জাতীয় খাবার পরিবেশ এবং স্বাস্থ্যের ক্ষতিকর মন্তব্য করে শিক্ষার্থীদের এসরের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ বুধবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘পলিথিন এবং প্লাস্টিক সামগ্রী ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ রক্ষার্থে এসব পণ্য বাজারজাত বন্ধ করা উচিৎ।’ এ সময় বার্গার, কোল্ড ড্রিংকসহ সকল ফাস্টফুড পরিহার করে স্বাস্থ্য ও পরিবেশ বাচাঁতে শিক্ষার্থীদের সামাজিক আন্দোলন করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তি সংবাদসীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে : খেলাফত মজলিস
পরবর্তি সংবাদফ্রান্সে ১৬ বছরের কিশোরীর ইসলাম নিয়ে কটূক্তি, দেশজুড়ে উত্তেজনা