পাকিস্তানে জিও নিউজের মালিক মীর সাকিল গ্রেফতার, ১২ দিনের রিমান্ড শুরু

ইসলাম টাইমস ডেস্ক: ভূমি সংক্রান্ত মামলায় পাকিস্তানের অন্যতম টিভি চ্যানেল জিও নিউজের মালিক মীর সাকিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতারের খবর দিয়েছে স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম।

তিনি টিভি চ্যানেলটির প্রতিষ্ঠাতা জং গ্রুপের এডিটর-ইন-চিফ।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার লাহোর থেকে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি জং জানিয়েছে লাহোরের বিচার বিভাগ মীর সাকিলুর রহমানের ২৫ মার্চ পর্যন্ত ১২ দিনের রিমান্ড মন্জুর করেছে।

ডেইলি জং আরো জানিয়েছে দেশটির বিভিন্ন শহরের ক্যাবল অপারেটরদের নির্দেশ দেওয়া হযেছে চ্যানেলটির সম্প্রচার স্থগিত  রাখতে।

উল্লেখ্য, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অবৈধভাবে তাকে জমি ইজারা দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইজারার বিষয়টি জানতে তাকে আদালতে হাজির করেছে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)।

পূর্ববর্তি সংবাদএমপি শিখরের মামলা নিয়ে যা লিখলেন সম্পাদক মতিউর রহমান চৌধুরী
পরবর্তি সংবাদকরোনা: কুয়েতেও স্থগিত করা হল জুমা-জামাত, বিশ্বের বিভিন্ন জায়গায় আজ হয়নি জুমার নামায