আফিয়া সিদ্দিকীর মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে সিন্ধু হাইকোর্টে আবেদন ফাওজিয়া সিদ্দিকীর

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকার কারাগারে বন্দী আফিয়া সিদ্দিকীর মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে  সিন্ধু হাইকোর্টে আবেদন  জানিয়েছেন আফিয়া সিদ্দিকীর বোন ড. ফাওজিয়া সিদ্দিকী। খবর ডেইলি জং-এর।

জং-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ফাওজিয়া সিদ্দিকী এই আবেদন জানিয়েছেন।

খবরে আরো বলা হয়, সিন্ধু হাইকোর্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হিউম্যান রাইডস বরাবর এব্যাপারে নোটিশ পাঠিয়েছে। আগামী  ১৬ এপ্রিল নাগাদ এব্যাপারে জবাব আসবে বলেও  জানিয়েছে সিন্ধু হাইকোর্ড।

ফাওজিয়া সিদ্দিকী তার আবেদনে  আমেরিকা খুনের আসামীদের মুক্তি  দিলেও   রাজনৈতিক বন্দী আফিয়া সিদ্দিকীকে  মুক্ত না করে তার প্রতি জুলুম করছে উল্লেখ করে  পাকিস্তান সরকারকেও এ ব্যাপারে ব্যবস্হা নিতে অনুরোধ করেন বলে  জং-এর খবরে বলা হয়।

 

পূর্ববর্তি সংবাদসিঙ্গাপুরে বহাল রয়েছে বাংলাদেশি শ্রমিকদের বেতনসহ সব সুবিধা
পরবর্তি সংবাদকরোনার কারণে ইয়েমেন যুদ্ধ থেকে সরে দাঁড়াল সৌদি আরব