সিঙ্গাপুরে বহাল রয়েছে বাংলাদেশি শ্রমিকদের বেতনসহ সব সুবিধা

ইসলাম টাইমস ডেস্ক: ‘সার্কিট ব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে। এছাড়া সকল শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে এসব কথা বলেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে ১৪৮১ জন করোয়ায় আক্রান্তের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি। আরও বেশকিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সিঙ্গাপুর।

এসময় আরও জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতি সহায়তা করার জন্য চীনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআফিয়া সিদ্দিকীর মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে সিন্ধু হাইকোর্টে আবেদন ফাওজিয়া সিদ্দিকীর