রাজধানীতে করোনার হটস্পট মিরপুর!

ইসলাম টাইমস ডেস্ক: দেশে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রাজধানীতে মিরপুরকে করোনাভাইরাসের হটস্পট বলে জানিয়েছে আইইডিসিআর।

আইইডিসিআর এর তথ্য মতে, ঢাকা সিটিতে ১৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মিরপুরে সবচেয়ে বেশি। এখানে ৪২ জন আক্রান্ত হয়েছেন। কাজীপাড়ায় ১জন, মিরপুর-১০ নম্বরে ৩ জন, মিরপুর-১১ নম্বরে ৬ জন, মিরপুর-১২ নস্বরে ২ জন, মিরপুর-১৩ নম্বরে ১ জন, মিরপুর-১ নম্বরে ১১ জন, শাহ আলী বাগে ২ জন, পীরেরবাগে ২ জন, টোলার বাগে ৮ জন ও উত্তর টোলার বাগে ৬ জন আক্রান্ত হয়েছে।

এছাড়াও  আইইডিসিআর জানিয়েছে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৩০জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩জন। আর মৃত্যুবরণ করেছেন ২১জন।

ঢাকার বাইরে সবচেয়ে বড় জোন হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে ৫৯জন করোনায় আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় গার্মেন্টস মালিকের মৃত্যু
পরবর্তি সংবাদদুনিয়াজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল