বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিত করলেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক:  বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিন তহবিল স্থগিতের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

এদিন আবারও করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ডব্লিউএইচও তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।’

চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

পূর্ববর্তি সংবাদকরোনা-সংকট : বাড়ছে ‘ভালো খবর’-এর চাহিদা
পরবর্তি সংবাদকরোনা মহামারিতেও ডিজিটাল পদ্ধতিতে ‘এসো হে বৈশাখ’ উদযাপন