এবার নিকুঞ্জ থেকে ৯০০ করোনা টেস্টিং কিট জব্দ করলো র‌্যাব

ইসলাম টাইমস ডেস্ক: এবার অভিযান চালিয়ে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস করোনা ভাইরাস টেস্টিং কিট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটিলিয়নের (র‌্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে করোনার টেস্টিং কিট মজুদ ও ক্রয়-বিক্রয়ের দায়ে দু’জনকে ১ বছর ৯ মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদেরকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজধানীর নিকুঞ্জ-২০ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব কিট জব্দ করা হয়।

পলাশ কুমার বসু জানান, প্রথমে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট মজুদ ও ক্রয়-বিক্রয়ের দায়ে রাজধানীর শহীদবাগ এলাকা থেকে ৩০০ কিট জব্দ ও তিন জনকে এক বছর নয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদকুমিল্লায় মারা যাওয়া শিশু নুসরাত করোনায় আক্রান্ত ছিল না