কারওয়ানবাজারে খুচরা ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কারওয়ানবাজারে খুচরা ক্রয় বিক্রয় নিষেধ করে দিয়েছে প্রশাসন। কারওয়ানবাজারে এখন থেকে আর কোনো বিক্রেতা বসতে পারবে না। এখন থেকে শুধু পাইকারী ব্যবসায়ীরাই এখানে বেধে দেওয়া সময় অনুযায়ী বেচাকেনা করতে পারবেন।

কারওয়ানবাজার এলাকায় ব্যবসায়ী, বিক্রেতা ও কমর্চারী মিলে এখন পযর্ন্ত ছয়জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখেই এতদিন এখানে বাজার-সদাই চলমান ছিলো। বাজার থেকে সংক্রমণ রোধে আজ মঙ্গলবার থেকে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হাসনাত খন্দকার বলেন, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাক-সবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯ টা থেকে রাত ২ টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রতো এবং আড়তদাররা ব্যবসার জন্য সময় পাবেন ভোর চারটা থেকে সকাল নয়টা পযর্ন্ত।

পূর্ববর্তি সংবাদএবার বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১৫৪ তুরস্ক নাগরিক
পরবর্তি সংবাদভিডিও কনফারেন্সে আলেম প্রতিনিধি!