করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পানে ইরানে ৭শ’র বেশি মানুষের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে অ্যালকোহল পান করার ফলে ইরানে ৭শ’র বেশি মানুষ মারা গেছেন। ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত অ্যালকোহলের (মিথানল) বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানি মারা গেছেন বলে জাানিয়েছে করোনা পরিস্থিতিতে ইরানে গঠিত জাতীয় কমিটি।

রিপোর্টে দেখা গেছে, গত বছর অ্যালকোহলের বিষক্রিয়ায় দেশটিতে মাত্র ৬৬ জন মারা গিয়েছিলো।

করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃত্যু ১০ গুণ বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মিথানল অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা চোখের সমস্যায় ভুগছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেইন হাসানিয়ান জানান, দৃষ্টিশক্তি হারানো মানুষের চূড়ান্ত সংখ্যা আরও বেশি হতে পারে। সূত্র: আল জাজিরা

পূর্ববর্তি সংবাদকরোনাকে পরাজিত করার কার্যকর হাতিয়ার হলো সবার ঐক্যবদ্ধ লড়াই: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদঢাকা ও আশপাশের শ্রমিকদের দিয়েই কারখানা চালাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী