রাজধানীতে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই যুবকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই ছটফট করতে করতে আবদুর রশিদ (৩৫) নামে এক যুবক মারা গেছেন। পুলিশের ধারণা, ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন।

বুধবার দুপুরে নতুন বাজার এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে ফার্মেসিতে ঢুকে ওষুধ কেনার সময় হঠাৎ মাটিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি।
এ সময় ফার্মেসিতে উপস্থিত লোকজন তাকে পানি পান করানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। লাশও পড়ে থাকে কিছু সময়।

গণমাধ্যমকে গুলশান বিভাগের উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ বলেন, ওই ব্যক্তি হার্টের রোগী ছিলেন। সকালে মোহাম্মদপুরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে নতুনবাজারে ওষুধ কিনতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে লকডাউন শিথিল চান স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদরংপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮০ বছরের বৃদ্ধ