সরকার এ বছর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে ভাবছে: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: এ বছর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে সরকার ভাবছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যবসায়ীরা গত বছর কোরবানির পশুর চামড়া ক্ষুদ্র রাস্তায় ফেলে গিয়েছিলেন। নষ্ট হয়েছিল প্রচুর চামড়া। ফলে এ বছর কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে ভারছে সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) অনলাইনে ২০২০-২১ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কয়েকদিনের মধ্যেই ট্যানারি মালিকদের সঙ্গে আলোচনা করে কাঁচা চামড়ার দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর কোরবানির চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করার জন্য সরকার সবকিছু করবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। চামড়া সংগ্রহের জন্য এবার কোনও অর্থ সংকট থাকবে না। গত বছরের মতো পরিস্থিতি কোনও অবস্থাতেই হতে দেয়া যাবে না।

পূর্ববর্তি সংবাদহযরত মাওলানা কারী মুহাম্মাদ তৈয়ব রহ., উপমহাদেশের এক বরেণ্য মনীষী
পরবর্তি সংবাদকরোনাকালে চিকিৎসায় অনিয়ম: যা বললেন দুই ইসলামী রাজনীতিক