আয়া সোফিয়াকে মসজিদে ফিরিয়ে আনায় তুরস্ককে ফিলিস্তিনের অভিনন্দন

ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘ ৮৬ বছর পর তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সোফিয়াকে আবারো মসজিদে ফিরিয়ে আনার যুগান্তকারী সিদ্ধান্তে তুরস্ককে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন।

তুরস্ক ও ফিলিস্তিনের প্রেসিডেন্টের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ফিলিস্তিন আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে পুনঃস্থাপনের সিদ্ধান্তের উচ্চ প্রশংসা করে। রোববার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে আলাপকালে মাহমুদ আব্বাস তার উচ্ছ্বাস প্রকাশ করেন বলে জানিয়েছে আঙ্কারা।

১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত আয়া সোফিয়া ৯১৬ বছর গির্জা ও ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত একটি মসজিদ হিসেবে প্রায় ৫০০ বছর এবং সম্প্রতি ৮৬ বছর ধরে একটি যাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। গত ১০ জুলাই তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার আইন বাতিল করে এটি মসজিদে রূপান্তরের পথ প্রশস্ত করে।

তুরস্কের এই ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া ১৯৮৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়।

সূত্র : ইয়েনি সাফাক

পূর্ববর্তি সংবাদকরোনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আমানুল ইসলামের মৃত্যু
পরবর্তি সংবাদবন্যাদুর্গতদের সব ধরনের সহায়তা দিতে হবে: সরকারি কর্মকর্তাদেরকে প্রধানমন্ত্রী