কওমী মাদরাসা ছাড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত

ইসলাম টাইমস ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে কওমী মাদরাসা ছাড়া দেশের অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর আগে, এই ছুটির মেয়াদ ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা আজ আবারও বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হলো।

এদিকে গত ১২ জুলাই থেকে দেশের সব হেফজ বিভাগ চালুর অনুমতি দিয়েছিল সরকার। ৮ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এছাড়া কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান’ নামে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৫/৮/২০২০) সন্ধ্যায় এক প্রজ্ঞাপন জারি করে।’

-এনটি

পূর্ববর্তি সংবাদফ্রান্সে নবীজি সা.কে অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জে বিনামূল্যে সিরাতের বই বিতরণ
পরবর্তি সংবাদএকদিনে করোনায় নতুন আক্রান্ত ১৮৪৫, সুস্থ ১৭৩৭, মৃত্যু ১৩