ফ্রান্সে নবীজি সা.কে অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জে বিনামূল্যে সিরাতের বই বিতরণ

ফ্রান্সে নবীজি সা.কে অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জে বিনামূল্যে সিরাতের বই বিতরণ। ছবি: সংগৃহীত।

ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জে বাতিঘর সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ১০০০ সিরাতের বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশের প্রতিবাদ ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সংগঠনটি এই আয়োজন করে বলে জানা গেছে।

জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের সিনিয়র মুহাদ্দিস ও ঐতিহাসিক শহীদি মসজিদের খতীব মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবদুল্লাহ আশরাফ।

শহীদি মসজিদের খতীব মাওলানা শামছুল ইসলাম, জামিয়া ইমদাদিয়ার প্রধান মুফতি ওমর আহমাদ ও মোহাম্মাদ আলী মসজিদের ইমাম ও খতিব, মাওলানা দ্বীন ইসলাম সিরাতের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে সিরাত পড়তে উৎসাহী করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আমিন আশরাফ, আশিক আশরাফ, সুলতান আফজাল আইয়ুবী, নকীবুল হক ও আবদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেকেই।

আলোচনার এক পর্যায়ে প্রায় ৫০ জনকে সিরাত বিষয়ক বই বিতরণ করা হয়।

-এনটি

পূর্ববর্তি সংবাদহিন্দু নির্যাতনের অভিযোগে বাংলাদেশের দূতাবাস ঘেরাও ও পতাকা পোড়াল উগ্র বজরং দল
পরবর্তি সংবাদকওমী মাদরাসা ছাড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ১৯ ডিসেম্বর পর্যন্ত