ইথিওপিয়ায় আটকে পড়েছেন ১০৪ জন বাংলাদেশি শ্রমিক

ইসলাম টাইমস ডেস্ক: ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে আটকে পড়া ১০৪ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অন্যত্র সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একটি বাংলাদেশি তৈরি পোশাক সংস্থা।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কারখানা চত্বরে বোমা ফেলা হয়েছে এবং ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য শ্রমিকদের সহায়তার প্রয়োজন।

গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কর্মীরা এখন নিরাপদে আছে। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।’

ট্রাইগ্রের পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সহিংসতা যেকোনো সময় আরও বাড়তে পারে।

ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, ‘আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নেওয়ার জন্য আমরা ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। প্রাথমিকভাবে আমরা তাদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরের চেষ্টা করছি।’

আল-জাজিরা জানিয়েছে, ইথিওপিয়ার বিরোধপূর্ণ ট্রাইগ্রে অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের ফলে ইতোমধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদবরিশাল কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
পরবর্তি সংবাদরিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর