প্রধানমন্ত্রীর পর এবার স্বাস্থ্যমন্ত্রীর মাছ ধরার ছবি ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক:  করোনার তাণ্ডব এখনো থামেনি। বিশ্বজুড়ে সেকেণ্ড ওয়েভের আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশেও প্রতিদিন মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মাছ ধরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, রাতের বেলায় বড়শি দিয়ে মাছ শিকার করেছেন তিনি। সেখানে বড়শিতে ঝুলছে একটি কার্প জাতীয় মাছ। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বহুদিন পর বড়শিতে মাছ শিকার!’। শনিবার (২১ নভেম্বর) রাতে মন্ত্রীর ফেসবুক পেজ থেকে ছবিটা শেয়ার করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি পোস্ট করা হয়েছে। যার একটিতে দেখা যায়, তিনি বড়শি দিয়ে মাছ ধরেছেন।

বিশ্লেষকরা ধারণা করছেন, আ.লীগ নেতৃবৃন্দের একেরপর এক এভাবে মৎস শিকার কি বিশেষ কোনো শিকার ধরার দিকে ইঙ্গীত বহন করে কিনা তা ভাববার বিষয় বলে মনে করছেন তারা।

ইজে

পূর্ববর্তি সংবাদ‘ফেসবুক ডটকম ডট বিডি’ নামে ডোমেইন নিবন্ধন করায় বাংলাদেশী আদালতে ফেসবুকের মামলা
পরবর্তি সংবাদআয়কর সংক্রান্ত কিছু তথ্য