কুষ্টিয়ার সেই ভাস্কর্য ভাঙচুরের অভিযোগ এনে চার মাদরাসা ছাত্র আটক

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চার মাদরাসা ছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উসকানিদাতাদেরও ছাড় দেওয়া হবে না জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক চারজন কুষ্টিয়ার ইবনে মাসউদ মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন- আবু বাকার, নাহিদ, আলামীন ও ইউসুফ। এদের মধ্যে আবু বাকার ও নাহিদ ভাস্কর্য ভাঙচুর করেছেন।

ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। তদন্তে যাদের নাম বেড়িয়ে আসবে, তাদের নামেই মামলা হবে।

শনিবার গভীর রাতে কুষ্টিয়ার যুগিয়া এলাকার একটি মাদরাসা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদস্বাধীনতা: খোদার দান
পরবর্তি সংবাদইন্তেকাল করেছেন শাইখুল হাদিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী