মাওলানা কাসেমীর শারীরিক অবস্থার আরো অবনতি, দেশবাসীর দোআ কামনা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিট) চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক, শাইখুল হাদিস মাওলানা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেফাজত মহাসচিবের প্রেস সচিব মাওলানা মুনীর আহমদ ইসলাম টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

মাওলানা মুনীর আহমদ জানান, আজ সকাল পর্যন্ত হুযুুরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালোর দিকে ছিল।

তিনি বলেন, আজ দুপুর থেকে শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরও অবনতি হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার চেয়েছেন তার স্বজন এবং জামিয়া মাদানিয়া বারিধার শিক্ষকবৃন্দ।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমীকে এইচডিইউতে নেয়া হয়।

শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

আরো পড়ুন: আইসিইউতে মাওলানা নূর হোসাইন কাসেমী, সুস্থতার জন্য দোয়া কামনা

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মাওলানা কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়।

-এসএন

পূর্ববর্তি সংবাদ‘ক্ষুধার মহামারি’ করোনার চেয়েও মারাত্মক হতে পারে: বিশ্ব খাদ্য কর্মসূচি
পরবর্তি সংবাদফিলিস্তিনকে পরিপূর্ণ স্বাধীন করার অঙ্গীকার ব্যক্ত করল হামাস