বিজেপিকে নিশানা করে মমতা: ‘গুজরাট বাংলা শাসন করবে না, বাংলাই বাংলা শাসন করবে’

ইসলাম টাইমস ডেস্ক: বহরমপুর স্টেডিয়ামে রাজনৈতিক জনসভায় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে বলেছেন, ‘‘কিছু দুষ্ট গরু, বিজেপিতে চলে গিয়েছে। কী করবে? অনেক দুর্নীতি করেছে। এখন ভাবছে, যদি গরু চুরিতে ধরা পড়ে যাই। যদি দুর্নীতি ধরা পড়ে যাই।’’

বিজেপি-কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি সাধারণ মানুষের পার্টি নয়। বড়লোকদের পার্টি, জোতদারদের পার্টি, জমিদারদের পার্টি। গুজরাত বাংলা শাসন করবে না। বাংলাই বাংলা শাসন করবে। তৃণমূলই বাংলা শাসন করবে। দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ করবে।’’

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের উদ্দেশে মমতা বলেন, ‘‘যারা দুর্নীতি করেছিল, তারা দল ছেড়ে চলে গিয়েছে। বিজেপি-তে গিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে কালো সাদা হয়ে যাচ্ছে।

ইজে

পূর্ববর্তি সংবাদমাহফিলে ইউপি চেয়ারম্যানের ‘প্রকাশ্য হুমকি’: সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়
পরবর্তি সংবাদপ্রকাশ্যে অনৈতিক মেলামেশায় নিষেধ করায় হামলার শিকার কলেজ শিক্ষক