দশম জাতীয় সংসদের বিদায়ী অধিবেশন শুরু

ইসলাম টাইমস ডেস্ক : আজ রোববার দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশন । যা ২৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ কার্যদিবস চলবে।

আজ বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি শুরু হয়।

এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

এ ছাড়া কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে স্পিকার সংসদ অধিবেশনের দিন ও সময় পরিবর্তন করতে পারবেন।

পূর্ববর্তি সংবাদঅমৃতসরে আহতদের পাশে দাঁড়াবে জমিয়ত : মাওলানা মাহমুদ মাদানী
পরবর্তি সংবাদভারতে মুসলিম বিদ্বেষ ছড়াতে নতুন কৌশল বিজেপির