ইসলাম টাইমস ডেস্ক: ভাঙ্গচুর হওয়ার আশংকায় নির্বাচনি প্রচারের জন্য বিএনপিকে মাইক ভাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। সম্প্রতি বরিশাল সদর আসনের বিভিন্ন স্থানে বিএনপির প্রচার মাইক ও যন্ত্রাংশ ভাঙচুর, ড্রেনে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এতে উদ্বিগ্ন মাইক ব্যবসায়ীরা বিএনপিকে মাইক ভাড়া দেওয়াই বন্ধ করে দিয়েছে।
সোমবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ধানের শীষের প্রচার গাড়িতে হামলা করে মাইকের যন্ত্রাংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই রাতে নগরীর নবগ্রাম রোডে বিএনপির প্রচার গাড়িতে হামলা চালিয়ে মাইক, মেশিন ও প্রচারের মালামাল ভেঙে ড্রেনে ফেলে দেওয়া হয়। ওই রাতেই নগরীর পলাশপুরে ধানের শীষের প্রচার গাড়িতে হামলা করে সেখানেও মাইক ও মেশিন ভাঙচুর করা হয়।
পৃথক তিনটি স্থান থেকে ভাঙচুর হওয়া মাইক নিয়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সদর রোডের টাউন হল সংলগ্ন মাইকের দুই ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে আসেন কর্মীরা।
এসময় মাইক ব্যবসায়ী আব্দুল হক ও চাঁনু আগামী কয়েক দিন বিএনপির কাছে কোনও মাইক ভাড়া না দেওয়ার জন্য তাদের কর্মচারীদের নির্দেশ দেন। তারা জানান, পৃথক তিনটি হামলায় তাদের অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। যা ভাড়া পেতেন তার চেয়ে লোকসান হয়েছে বেশি। এছাড়া বিএনপির কাছে মাইক ভাড়া না দেওয়ার জন্য অজ্ঞাতনামারা হুমকি দিচ্ছে। এসব কারণে ও ব্যবসায়িক স্বার্থেই বিএনপির কাছে আপাতত আর মাইক ভাড়া না দেবেন না বলে জানান তিনি।
