আওয়ামী লীগের বিজয় সমাবেশে ‘থমকে আছে রাজধানীর একাংশ, রাস্তায় নেই গণপরিবহন’: বাংলা ট্রিবিউনের প্রতিবেদন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশের কারণে বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে। ফলে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় যানবাহন থমকে আছে। গণপরিবহনের সংখ্যাও কম। সরকারি ছুটির দিন হলেও বেলা ১১টার দিকে ফার্মগেট থেকে কাওরান বাজার সিগন্যাল পার হতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায়।

‘ভুক্তভোগীরা বলছেন, ঢাকা শহরে এ ধরনের উৎসব উদযাপনে ভোগান্তিতে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছেন। মেট্রোরেলের নির্মাণ কাজ, বাণিজ্য মেলার কারণে যানজটে বসে থাকতে হয় রোকেয়া সরণিতে, তার ওপর আজকের এই আয়োজন।’

শনিবার বিকাল ৩.৩৬-এ সর্বশেষ আপলোড করা ওই প্রতিবেদনটিতে আরো বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় সমাবেশের আয়োজন করায় রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় এ দুর্ভোগ বলে অভিযোগ করেছেন যাত্রীরা।’

‘সোহরাওয়ার্দী যাওয়ার প্রবেশ পথগুলোর আশেপাশের সড়কে ছিল যানবাহনের দীর্ঘ লাইন। ইস্কাটন থেকে বাংলামোটরের দিকে বের হতে ঘণ্টা পেরিয়ে গেছে। বাংলামোটর ফ্লাইওভারে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা।’

রিকশাচালক রমিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়ারলেস গেট থেকে এসে ইস্কাটনে আটকে আছি। যাত্রী অর্ধেক ভাড়া দিয়ে নেমে হাঁটা দিয়েছেন।’ আল আমিন নামে আরেক যাত্রী বলেন, ‘এই এলাকায় এমনিতেই জ্যাম থাকে। আজকে ভয়াবহ রূপ ধারণ করেছে।’

সকালে ফার্মগেটে আধাঘণ্টা দাঁড়িয়ে থেকে একটা বিআরটিসি বাসে উঠতে পেরেছেন শাহানা আখতার। তিনি বলেন, ‘কোন বাস নেই। যেগুলো আছে গেটলক হয়ে আসছে, উঠতে পারিনি। বাস কেন নাই তার কোনও ঘোষণাও নেই। আমরা রাজধানীবাসী যেন এ ধরনের হয়রানিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি।’

বাংলা ট্রিবিউন জানায়, শাহানা আরো বলেন, ‘শনিবার হওয়াতে ভোগান্তি কম, কিন্তু গণপরিবহন না থাকার বিষয়টি পূর্বঘোষণা থাকা উচিত।’

পূর্ববর্তি সংবাদমিশিগানের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশি আলেম মাওলানা আবদুল কাদিরের ইন্তেকাল
পরবর্তি সংবাদমোদি আবার ভারতের নেতৃত্বে এলে দেশটা বরবাদ হয়ে যাবে: কেজরিওয়াল