ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া বেশি প্রয়োজন: শিক্ষামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়ার উপর জোর দিয়ে বলেছেন, জিপিএ-৫ পাওয়া জরুরি কিন্তু একমাত্র নয়। ভালো মানুষ, সুনাগরিক হওয়া জরুরি। সোনার মানুষ লাগবে, শুধু জিপিএ-৫ পেলে হবে না।

মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পরীক্ষার আগে পরীক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে এবং ভালো ফল করবে। তবে অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফল পাওয়া যায় না।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, অপকর্মকারীরা অপকর্মের জন্য চেষ্টা করবে। কিন্তু আপনারা যদি সেই প্রশ্নপত্র পাওয়ার আগ্রহ না দেখান, তবে তারা লাভবান হবে না। আমরা সবাই মিলে এ প্রক্রিয়াটি সুন্দর, সফল ও ত্রুটিমুক্ত করতে চাই।

পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে হবে। এ ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই।

পূর্ববর্তি সংবাদঅনিশ্চয়তার মুখে দেওবন্দ সফর!
পরবর্তি সংবাদইজতেমা বিষয়ে হাইকোর্টে রিট : পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি