আগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেটের রেঙ্গা মাদরাসার ৩ দিনব্যাপী শতবার্ষিকী সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের শীর্ষস্থানীয় ও প্রাচীনতম ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল (২৫ ডিসেম্বর) বুধবার বিকাল ২টা থেকে শুরু হবে ৩ দিনব্যাপী এ মহাসম্মেলন।

জানা যায়, প্রথম দিন (২৫ ডিসেম্বর) বুধবার বিকাল ২টা থেকে শুরু হয়ে রাত ১১টায় ৪ অধিবেশনে ১ম দিনের কার্যক্রম সমাপ্ত হবে। ‍দ্বিতীয় দিন (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ২টা থেকে মূল অনুষ্ঠান শুরু হয়ে ৪ অধিবেশনে রাত ১১টায় সমাপ্ত হবে।

তৃতীয় ও শেষ দিন (২৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ টা থকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ফজর পর্যন্ত মোট ৬ অধিবেশনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী এ সম্মেলন সমাপ্ত হবে।

জানা গেছে, শতবার্ষিকী এ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ বয়ান করবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট-০৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সাংসদ আলহাজ শফি আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনীতিক ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।

পূর্ববর্তি সংবাদভিপি নুরের উপর এবারের হামলা কি ভারত বিরোধী কথা বলার কারণেই?
পরবর্তি সংবাদভারতে হিজাব পরায় সমাবর্তনে ঢুকতে বাধা, স্বর্ণপদক নিলেন না ছাত্রী